লিভ টুগেদারে সমস্যা কী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা হিমু বিয়ে না করেই লিভ টুগেদার করছেন— এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে আলোচনা সরব শোবিজ পাড়া। বলা হচ্ছে, তৌফিক নওয়াজ নামের এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন হুমায়রা। বিয়ে না করেই তারা একই ছাদের নিচে বসবাস করছেন।

এ বিষয়ে অভিনেত্রী হুমায়রা হিমুর বলেন, ‘এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে কথা বলা দরকার ছিল। আমার সঙ্গে কেউ কথা বলেনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এ সব সংবাদ প্রকাশ উচিত নয়। শোবিজে কাজের সূত্রে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়। তারা বাসায় আসে। এ নিয়ে কেউ যদি কৌতূহলী হয়ে পড়ে তবে কী বলার আছে!’

হিমু আরও বলেন, ‘লিভ টুগেদার করছি না। আমি পরিবারের সঙ্গেই বসবাস করি। আমি বাসায় না থাকলেও আমার অনেক বন্ধু বাসায় আসে। আর আমি লিভ টুগেদার করলে সমস্যা কী? আমি বুঝি না ব্যক্তিগত বিষয় নিয়ে সবার এত আগ্রহ কেন? সবাইকে শুধু বলব, অন্যের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন।’

হুমায়রা হিমুকে টেলিভিশন পর্দায় ইদানীং কমই দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চেষ্টা করছি বেছে বেছে কাজ করার। কাজের সংখ্যা বাড়াতে চাই না, মান বাড়াতে চাই। মানসম্পন্ন কাজে যুক্ত হয়ে সবার প্রিয় অভিনেত্রী হয়েই থাকতে চাই।’দ্য রিপোর্ট



মন্তব্য চালু নেই