লিফটের পরিবর্তে আসছে আকাশ স্লাইড! (ভিডিও)

লিফটের পরিবর্তে এবার স্লাইডের ব্যবস্থা শুরু হতে পারে। লস এঞ্জেলসের ৭০ তলা ভবনের উপর একটি কাঁচের স্লাইড তৈরি করা হয়েছে। সেখানে মানুষ স্লাইড করে নিচের তলায় নামতে শুরু করেছে।

প্রথমবারের মত এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। একেকজনের এই স্লাইড পাড় করতে ৩০ ডলার খরচ করতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার এই লস এঞ্জেলসে ইউ এস ব্যাংক টাওয়ার এ ৭০ তোলার উপর এই অভিনব ব্যবস্থা করা হয়েছে। কাঁচের গ্লাসে স্লাইড করার সময় একেবারে নিচ পর্যন্ত স্পষ্ট সব দেখা যায়। সেটা পাড় হতেও অনেক সাহসের প্রয়োজন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই