লিপ ইয়ারের যে কথাগুলি আপনি জানেন না!
এ বছর অর্থাৎ ২০১৬ সালটা লিপ ইয়ার। সাদা মানে হল, এই বছরে ফেব্রুয়ারি মাসটা হয় ২৯ দিনের। এমনিতে হয় ২৮ দিনে। কিন্তু প্রতি চার বছর অন্তর হয় একটা দিন বেশি। অর্থাৎ ২৯ দিনের। এ মাসে তাই ছোট্ট ফেব্রুয়ারি একটু বড়।
জেনে নিন লিপ ইয়ার সম্পর্কে এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনি হয়তো জানেন না।
১. লিপ ইয়ার নামটি দিয়েছিলেন পোপ গ্রেগরি ত্রয়োদশ।
২. লিপ ইয়ারে এখনও ইউরোপে বেশিরভাগ দেশের মেয়েরা তাদের পছন্দের পুরুষকে প্রেমের প্রস্তাব দেন।
৩. ডেনমার্কে কোনও মেয়ে যদি কোনও ছেলেকে লিপ ইয়ারে প্রেমের প্রস্তাব দেয়, আর সেই ছেলেটি সেই প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে মেয়েটিকে এই জন্য এক ডজন দস্তানা দিতে হয়!
৪. একটা সময় গ্রিসে লিপ ইয়ারে বিয়ের চল ছিল না। তারা মানতেন এই দিনে বিয়ে করলে, খারাপ হয়।
৫. রাশিয়ায় এমনটাই বিশ্বাস যে, লিপ ইয়ারের দিন গোটা বিশ্বেই বিপর্যয়ের সম্ভাবনা থাকে। মানুষের মৃত্যুও বেশি হয় এই দিনে।
৬. জ্যোতিষবিদরা বিশ্বাস করেন লিপ ইয়ারে যারা জন্মায়, তারা প্রচন্ড প্রতিভাবান হয়।
মন্তব্য চালু নেই