লিঙ্গ বৈষম্য নিয়ে আনুশকার ১০ মন্তব্য

বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড। অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো লিঙ্গ বৈষম্যের কারণে এখানেও রয়েছে পারিশ্রমীকের তারতম্য। এ নিয়ে অনেক অভিনেত্রী ইতোমধ্যে মুখ খুলেছেন। জলঘোলাও হয়েছে অনেক।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘ দিন ধরে বলিউড ইন্ডাস্ট্রি দাবড়ে বেড়ালেও এ বৈষম্যের শিকার হয়েছেন তিনিও। সম্প্রতি অনুপমা চোপড়ার এক অনুষ্ঠানে এসে এ বিষয়ে ক্ষোভ উগড়েছেন এ অভিনেত্রী। এ সময় লিঙ্গ বৈষম্য নিয়ে তিনি ১০টি মন্তব্য ছুড়ে দেন। এ মন্তব্যগুলো হলো-

১. আউটডোর শুটিংয়ে নায়কদের সব সময় ভালো ও বড় ঘর দেওয়া হয়।

২. যত দিন খুশি পুরুষরা অভিনয় করতে পারেন কিন্তু মহিলাদের একটু বয়স হলেই ক্যারিয়ার কেন শেষ হয়ে যায়?

৩. ছোট থেকে বাবা-মা আমাকে ও ভাইকে সমান গুরুত্ব দিয়ে বড় করেছেন। অভিনেত্রী হওয়ার পরই আমি লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছি।

৪. আমাদের সমাজেও ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়।

৫. আমার অভিজ্ঞতা, আমার প্রতিভা নিয়ে একজন পুরুষ সব সময় আমার থেকে বেশি পারিশ্রমিক পান। এটাই সিস্টেম হয়ে গেছে।

৬. সাহসী মহিলাদের ইন্ডাস্ট্রি পছন্দ করে না। আমি স্পষ্টবাদী ওরা আমাকে অ্যাক্টিভিস্ট বলে।

৭. তবে ভারতে জন্মগ্রহণ করে আমরা ভাগ্যবান। এখানে সকলের পছন্দ এতটাই সাধারণ যে আমরা সকলেই তারকা।

৮. যদি এমন কোনো চরচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়, যেখানে আমার চরিত্রের গুরুত্ব নায়কের চরিত্রের চেয়ে বেশি, তাহলে কোনো নায়কই বোধহয় ওই চলচ্চিত্রে কাজ করতে রাজি হবেন না।

৯. আমাকে যখন তোমরা কম টাকা দিচ্ছ, তখন বুঝিয়ে দিচ্ছ আমি অতটা মূল্যবান নই।

১০. বলিউড ইন্ডাস্ট্রিতে মহিলাদের ঝুঁকি নেওয়া অনেক সহজ কারণ তাদের থেকে কেউ কিছু প্রত্যাশা করে না।



মন্তব্য চালু নেই