লা মেরিডিয়ান ঢাকায় লবস্টার ফেস্ট শুরু

ইতালীয় স্বাদের সামুদ্রিক খাবার নিয়ে লবস্টার ভোজ উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হোটেলটির ফ্যাভোলা রস্টেুরন্টে চলবে এ উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অফার উপভোগ করতে পারবেন ভোজনবিলাসীরা।

পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে একসাথে খাওয়ার জন্য চমৎকার এ ভোজ আয়োজন করা হয়েছে। ইতালিয়ান শেফের তৈরি এ খাবারে সামুদ্রিক খাবারের অনন্য স্বাদ নিতে পারবেন অতিথিরা। উৎসব চলাকালে নির্ধারিত সেট মেন্যু (চারটি কোর্স) এর খরচ পড়বে ৮ হাজার ২০০ টাকা, সাথে থাকবে কমপিলিমেন্টারি ড্রিকংস।

এছাড়া বিভিন্ন ব্যাংক ও টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য নির্ধারিত বিশেষ ছাড় এবং একটি কিনলে একটি ফ্রি অফারও উপভোগ করতে পারবেন লা মেরিডিয়ান ঢাকার অতিথিরা। আরো জানতে কিংবা টেবিল রিজার্ভের জন্য যোগাযোগ : +৮৮০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮০১৭৬৬৬৬৭৩৪৪৩।



মন্তব্য চালু নেই