লাস্যময়ী অভিনেত্রীর সঙ্গে একান্তে ইংলিশ ফুটবলার

ভিনদেশি ফুটবলারদের প্রায়ই সেলিব্রিটি বান্ধবীর সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায়। এটা নতুন কোনও ঘটনা নয়। তবে আপাতত অখ্যাত কোন ফুটবলার যদি হাই-প্রোফাইল বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়ান এবং চুটিয়ে প্রেম করেন, তখনই সেটা মিডিয়া সরগরম।
এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার অ্যাডাম স্মিথের সঙ্গে। তিনি এখন হাবুডুবু খাচ্ছেন অ্যামি চাইল্ডসে প্রেমে। বিখ্যাত রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’-এর মৌসুম আট-এ গিয়েই রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ২৩ বছরের অ্যামি।
এরপর থেকে টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। এই জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন স্মিথ। কয়েকদিন আগে লন্ডনে দু’জনকে এক ডিনার পার্টিতে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে। লন্ডনের রাস্তায়ও হাত ধরাধরি করে ঘুরে বেড়ালেন। ফুটবলে নিজের স্কিল দেখাতে না-পারলেও, সেলিব্রিটি বান্ধবী জুটিয়ে খবরের শিরোনামে চলে আসলেন স্মিথ।



মন্তব্য চালু নেই