লাল-সবুজে সজ্জিত ফেসবুক
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরে গুগল ডুডলে ব্যবহৃত হয় লাল-সবুজের নান্দনিক ডিজাইন। এ বছর লাল সবুজের রঙে রেঙেছে ফেসবুকও।
জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক তার প্রত্যেক ব্যবহারকারীকে জানাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ফেসবুকে লগইন করে হোম পেজ খুললে প্রথমেই আসে বাংলাদেশের পতাকাসহ একটি অভিনন্দনপত্র।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সেখানে সব বাংলাদেশীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও উন্নয়ন কামনা করা হয়েছে বিশেষ ওই অভিনন্দন পোস্টটিতে।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলে ডুডলগুগল প্রতিবারের মতো ডুডলে উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর। টেক জায়ান্ট গুগল প্রায় প্রতিটি বিশেষ দিনেই তার ডুডল পাল্টায়। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও লাল-সবুজ রঙা নতুন ডুডল বানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল।
ডুডলে ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দেখানো হচ্ছে। অন্য পাঁচটি বর্ণ চারপাশ লাল রঙ দিয়ে ঘেরা। বর্ণগুলোয় সাদা ও সবুজের মিশ্রণ রয়েছে। এগুলোর চারপাশে আবার দেখানো হয়েছে সবুজ রঙ।
মন্তব্য চালু নেই