লালমনিরহাটে মাদ্রাসা ছাত্রীকে অপহরনের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড

জেলার হাতীবান্ধায় মাদ্রাসার ছাত্রীকে অপহরনের দায়ে রেজাউল ওরফে এজাজুল নামের এক পলাতক দূর্বৃত্তকে সোমবার যাবজ্জীবন কারাদন্ড রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ( ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুল আরেফিন চৌধুরী।

জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মোঃ আকমল হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারক জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর সির্ন্দুনা গ্রামের মনির উদ্দিনের পুত্র রেজাউল ওরফে এজাজুল (৪৫) কে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড রায় দিয়েছে। একই মামলায় অপর আসামী উমেদ আলীকে বে কসুর খালাস দিয়েছে।

২০০৪ সালের সেপ্টেম্বর মাসের ৮ তারিখ সকালে জনৈক মাদ্রাসার নাবালিকা ছাত্রী কে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরন করা হয়। ঘটনার ১০ মাস পর ঢাকার গাজীপুর হতে উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই