লালমনিরহাটে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬, গ্রেফতার ১
লালমনিরহাটের হাতিবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকালে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্র“পের অন্তত ৬ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল দেয়ার এক পয়ায়ে হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন গ্র“পের সদ্য যোগদানকারী সায়েদুজ্জামান কোয়েল ভেলাগুড়ি ইউনিয়নের দিপু নামে এক বিএনপি কমীকে হঠাৎ করে মারধর শুরু করেন। এতে উপস্থিত মোশারফ গ্র“পের সাথে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর কিছুক্ষন পর আবারও দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করেছে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা নিজেদের মধ্যে বসে সমাধান করে নিচ্ছি।
হাতিবান্ধা থানার ও সি আব্দুল মতিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই