লালমনিরহাটে বদলি পরীক্ষা দিতে গিয়ে ছাত্র শ্রীঘরে

বদলি পরীক্ষা দিতে এসে রুবেল হোসেন(২৫) নামের এক ছাত্রকে এক বছরের বিনাশ্রম কাদন্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(২২ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আরাফাত হোসেন। এর আগে লালমনিরহাট মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত রুবেল হোসেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবু বড়–য়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং রংপুর কারমাইকেল কলেজের (ইংরেজী) মাষ্টার্ষের ছাত্র।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজুর রহমান জানান, লালমনিরহাট সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ইসমাইল হোসেন রোল-৯৫৩৩৭২৬ এর ইংরাজী বিষয়ের বদলী পরীক্ষা দিতে মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন রুবেল হোসেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমএম আরাফাত হোসেন রুবেলকে ভুয়া রেজিষ্ট্রেশন কার্ডসহ আটক করেন। পরে ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রুবেলকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০, ৩ এর(ক) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।



মন্তব্য চালু নেই