লালমনিরহাটে আ’লীগের মানববন্ধন
হরতাল, অবরোধ, নাশকতা করে মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রোববার লালমনিরহাটের ৫ উপজেলায় মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
জেলা সদরের মিশন মোড়ে এ মানব বন্ধন কর্মসূচীতে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল, জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, এফবিসিসিআই’র পরিচালক সিরাজুল ইসলাম, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।
এদিকে জেলার হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, উপজেলা আ’লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কৃষকলীগ আহবায়ক আলাউদ্দিন মিয়া, যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম, সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন ও সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান প্রমুখ।
মন্তব্য চালু নেই