লালমনিরহাটের আদিতমারীতে ২ গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড
লালমনিরহাটের আদিতমারীতে দুই গাঁজা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার মধ্যরাতে ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম ওই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামের সুদান চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৩০) ও একই এলাকার দক্ষিণ বালাপাড়া গ্রামের দবিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
আদিতমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হৃষিকেশ বর্ম্মন জানান, পকেটে গাঁজা নিয়ে ফেরিওলার মতই গাঁজা বিক্রি হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আদিতমারীর ইউএনও গ্রাম পুলিশ নিয়ে অভিযান চালান।
এসময় বৈশ্যপাড়া এলাকায় ওই দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করে তাদের শরীর তল্লাশী করে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করেন ইউএনও জহুরুল ইসলাম।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যান আদালতের বিচারক ইউএনও জহুরুল ইসলাম।
সাজাপ্রাপ্তদের রাতেই লালমনিরহাট কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য চালু নেই