লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস অনুষ্ঠিত

20161002_125114মোহাম্মদ শামছুদ্দোহা, লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা : লামায় ২রা অক্টোবর সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৬ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও বিভাগীয় কর্মকর্তাদেরকে নিয়ে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি লামা বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা চত্ত্বরে শেষ হয়। বেলা ১২.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শুরু হয়ে দুপুর ১.০০ ঘটিকার সময় শেষ হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার, বি.আর.ডি.পি অফিসার, পশু অফিসার সহ আরো অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ। আলোচনা সভায় বক্তারা বলেন, যেহেতু শিক্ষা জাতীর মেরুদন্ড, এইজন্য শিক্ষা ক্ষেত্রে মাল্টিমিডিয়া কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বক্তারা আরো বলেন মৎস, কৃষি, স্বাস্থ্য সহ যেভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে তাহা অক্ষুন্ন রাখতে হবে। সভায় সভাপতি বলেন, বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করতে হলে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তাহলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।



মন্তব্য চালু নেই