লামায় ৩৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লামায় আনসার ব্যাটালিয়ানের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারী ২০১৫ইং সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় ৩৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর চাম্পাতলীতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সারা দিনের আয়োজনে মধ্যে ছিল খেলাধূলা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্রই আমরা” মূলমন্ত্রকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (চলতি দায়িত্ব) হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, লামা উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আমিন মাহমুদ, বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের ক্যাপ্টেন ফয়সাল, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, সরকারী ও বে-সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিবর্গ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

মধ্যাহ্ন ভোজের পরে ৩৩ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী সকলকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সন্ধ্যাকালীন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানান। প্রতিষ্ঠা বার্ষিকীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কক্সবাজার থেকে আগত স্বনাম ধন্য গুণী শিল্পীগুষ্টি।



মন্তব্য চালু নেই