লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়ন কর্তৃক গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি বৃত্তি প্রদান

লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজনে সোমবার (০৯.০২.২০১৫ইং) বেলা ৩ঘটিকায় লামা টাউন হলে এম. জয়নাল আবেদীন ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে “গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি বৃত্তি-২০১৪” এর সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সিইও এম জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (লামা) চেয়ারম্যান এম. তমিজ উদ্দিন।

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কর্তৃক ৪৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে “গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি বৃত্তি-২০১৪” এর সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে তৃতীয় শ্রেণীর ১৮জন, চতুর্থ শ্রেণীর ১৫জন, ষষ্ঠ শ্রেণীর ৫জন ও সপ্তম শ্রেণীর ৬জনকে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার সামসুন নাহার সুমি। লামা উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোতিন্দ্র মোহন মন্ডল, মৌচাক ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

গিয়াসুদ্দিন আহমদ স্মৃতি বৃত্তি-২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোতিন্দ্র মোহন মন্ডল, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র বড়–য়া, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদ, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ডিরেক্টর মোঃ শওকত আলীসহ প্রমুখ।

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। লামা পৌরসভা ও তার পাশ্ববর্তী ইউনিয়ন সমূহকে কর্ম এলাকা নির্ধারণ করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন সৃষ্টি করে নিজেদের ভাগ্য পরিবর্তন তথা অর্থনৈতিক মুক্তির মহান ব্রত নিয়ে মৌচাকের পথচলা শুরু হয়। বর্তমানে মৌচাকের কর্ম এলাকা লামা পৌরসভা ও তার পাশ্ববর্তী ইউনিয়ন সমূহ সহ সমগ্র বান্দরবান জেলা। অনেক ঘাত-প্রতিঘাত পার করে আজ সংগঠনটি আজ ২২বছর পার করেছে। মৌচাক আজ অত্র এলাকা শুধু নয়, সমগ্র পার্বত্য এলাকার সমবায়ের পাঞ্জেরী। উক্ত সংগঠনটি মানুষকে সঞ্চয় করতে আহবান জানাই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বর্তমানে সংস্থাটির মূলধন প্রায় ৫কোটি টাকা। শুধুমাত্র সঞ্চয়ের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় বলে বিশ্বাস করে সংগঠনটির সদস্যরা।



মন্তব্য চালু নেই