লামায় বছরের প্রথম দিনেই বই পেল ৩০,৩৬১শিক্ষার্থী
লামায় বর্ণাঢ্য আয়োজনে পাঠ্য পুস্তত বিতরণ উৎসব পালিত হয়েছে। লামা উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয় ও এনজিও স্কুলের ২২হাজার ৭০০জন শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনেই তুলে দেয়া হয়েছে নতুন বই। মাধ্যমিক পর্যায়ে উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ে ৭হাজার ৬৬১জন শিক্ষার্থীকেও দেয়া হয়েছে নতুন বই।
সকাল ১০টায় প্রথমে নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ দিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ উৎসব শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেয় লামা উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদ মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম সহ প্রমূখ।
বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক পর্যায়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মন্তব্য চালু নেই