লামায় নিরাপদ মাতৃত্ব বিষয়ে তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন

বান্দরবানের লামায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিস ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় লামা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকল শ্রেণীর প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে কর্মশালা শুরু হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, লামা তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান সহ প্রমূখ।

বক্তারা আলোচনায় বলেন, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন বান্ধব পরিবেশ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে জন-সচেতনতা বৃদ্ধি করতে পারলে সামাজিক শান্তি, শৃঙ্খলা ফিরে আসবে।



মন্তব্য চালু নেই