লামায় কারিতাস এনজিও-এর উদ্যোগে সেলাই মেশিন বিতরন

লামায় বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ইএসএলইপি- সিএইচটি প্রকল্পের আওতায় এমটিটিসি-তে পাশকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও মেকানিক্যাল টুল্স বিতরন অনুষ্ঠান রবিবার বিকাল ৪ ঘটিকার সময় কারিতাসের ইএসএলইপি প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। লামা সদর ইউনিয়নের ও লামা পৌরসভার ১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরন সমূহ বিতরন করা হয়। পার্বত্য অঞ্চলে হত দরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিত করন প্রকল্পের আওতায় উপকার ভোগী সন্তানদের মাঝে প্রশিক্ষণ প্রদান পূর্বক এ সকল উপকরন বিতরন করা হয়।

উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান। কারিতাসের ইএসএলইপি প্রজেক্ট-এর কর্মসূচি ব্যবস্থাপক সুভাষ-এ গোমেজ এর সভাপতিত্বে পরিচালিত উপকরন বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াহিয়া আহম্মেদ। বিতরন অনুষ্ঠানে বক্তারা উক্ত উপকরন সমূহের সঠিক ব্যবহার নিশ্চিত ও স¦াবলম্বী হওয়ার আহবান জানায়।



মন্তব্য চালু নেই