লামার বন্য প্রাণী পাচারকারী সিন্ডিকেট মাই টিভির প্রতিনিধি সহ ৩ জন গ্রেফতার
লামা হতে ৯টি তক্ষক পাচারকালে মাই টিভি বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামানসহ ৪জনকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সময় পেকুয়ার টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে ৯টি তক্ষক সহ পাচারকারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল, লামা পৌরসভার বেলায়েত হোসেনের ছেলে মাই টিভি প্রতিনিধি মোঃ কামরুজ্জামান(৪৫), শহিদুল ইসলাম পিতা- জাবের হোসেন, জাবের হোসেন পিতা- মৃত মমতাজ উদ্দিন ও ফজলুল ইসলাম পিতা- আব্দুল আলী।
জানা গেছে, উক্ত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন্য প্রাণী পাচার করে আসছে। গত সোমবার ভোর রাতে লামা এলাকা হতে ৯টি তক্ষক পেকুয়া হয়ে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাসী চালিয়ে তক্ষক সহ পাচার কারীদের আটক করে। পেকুয়া থানার উপ-পরিদর্শক বিমল কান্তি দেব বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করেছে। পেকুয়া থানার মামলা নং-২৫/২০১৫। মোঃ কামরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় পালিয়ে আসে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানিয়েছেন, ভোর ৫টার দিকে তক্ষক পাচারের গোপন তথ্য পেয়ে আমরা অভিযান চালায় এবং ৯টি তক্ষক সহ পাচারকারী দলের চারজনকে আটক করি।
মন্তব্য চালু নেই