লাগামে শাকিব-অপু
শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগাম’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বর্তমান সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান ও তার বিপরীতে অভিনয় করবেন নায়িকা অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, রনি নতুন পরিচালক হলেও খুব ভালো কাজ করে এবং বুঝতে পারে কখন কোথায় কি করতে হবে। তাই রনিকেই আমার চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব দিলাম। আর একটি বিষয় হল রনি খুব যত্নসহকারে কাজ করে।’
উল্লেখ্য ‘লাগাম’ চলচ্চিত্রটি শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস এস কে ফিল্মস এর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র এটি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন।
মন্তব্য চালু নেই