লাখ টাকার জালনোটসহ আটক ৬

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকার জালনোটসহ ছয়জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে সিগারেটের নকল প্যাকেট তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর অক্সিজেন মোড় এবং আন্দরকিল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম-বন্দর) নাজমুল হাসান এতে নেতৃত্ব দেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বেলাল উদ্দিন জানান, তিনজন নগরীর অক্সিজেন মোড় এলাকায় এক হাজার টাকার জাল ১০০টি নোট নিয়ে বিক্রির জন্য এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ আন্দরকিল্লায় আসে। সেখানে জাল নোট সরবরহাকারী চক্রের ছয়জন সদস্য অবস্থান করছিল। পুলিশ দেখে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি তিনজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আবুল খায়ের ট্যোবাকে‍া কোম্পানির মেরিন সিগারেটের নকল প্যাকেট তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।



মন্তব্য চালু নেই