নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
আইভী বলেন, গতবার সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারো সেনাবাহিনী ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি। সে সময় নারায়ণগঞ্জের লাখো জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেনাবাহিনীর কাজ করেছে। এবারো তা করবে। নারায়ণগঞ্জের লাখো জনতা যেখানে আছে সেখানে সেনাবাহিনীর প্রয়োজন নেই।
তিনি বলেন, আইভী কখনো নৌকা ও আওয়ামী লীগের বাহিরে ছিল না, কখনো থাকবে না। আওয়ামী লীগ একটি বড় দল, এই দলের মধ্যে বিরোধ থাকতেই পারে। গতবার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করিনি এবারো কোনো ধরনের লঙ্ঘন করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির ত্বকীর বাবা রফিউর রাব্বি প্রমুখ।
মন্তব্য চালু নেই