‘লাইভ পারফরম্যান্স আমাকে একটা আলাদা এনার্জি দেয়’

প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেই তাঁর খ্যাতি। কিন্তু লাইভ স্টেজ আজও তাঁকে অনেক বেশি টানে। দর্শক-শ্রোতাদের সামনে গাইলে যেন এক অন্য এনার্জি কাজ করে তাঁর মধ্যে। তিনি শ্রেয়া ঘোষাল। আর পারফরম্যান্সের এই রহস্য শেয়ার করলেন খোদ গায়িকা।

শ্রেয়ার কথায়, ‘‘লাইভ মিউজিক পারফরম্যান্স আমাকে সব সময়ই একটা আলাদা এনার্জি দেয়। গায়িকা হিসেবে নিজের সার্থকতা খুঁজে পাই। আমার মনে হয় আমি যতটা এনজয় করি, দর্শকও ততটাই এনজয় করেন।’’

১৩ বছর আগে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন শ্রেয়া। ফের সঞ্জয়ের ‘বাজিরাও মস্তানি’তে গান গেয়েছেন তিনি। ওই ছবির ‘দিওয়ানি মস্তানি’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। শ্রেয়ার ঝুলিতে রয়েছে অগুণতি হিট নাম্বার। কিন্তু আজও লাইভ স্টেজেই মেলে তাঁর প্রাণের আরাম।-আনন্দবাজার



মন্তব্য চালু নেই