লম্বা বউ-এর বেটে বর এবং মোটা বউ-এর রোগা বর খুঁজছে এই টেলি সিরিয়াল!
সন্ধ্যা নামলেই বাঙালির ঘরে ঘরে টিভি সুইচ অন। বলতে গেলে বুঁদ হয়ে যাওয়া বাংলা টেলি সিরিয়ালের জগতে। আসলে গত কয়েক বছর ধরেই অধিকাংশ বাঙালি গৃহকোণে সান্ধ্য আড্ডায় থাবা বসিয়ে দিয়েছে এক বাংলা রিয়্যালিটি শো। যাকে ঘিরে সিরিয়াল প্রিয় বাঙালির উন্মাদনার শেষ নেই। মহিলা ভিত্তিক এই রিয়্যালিটি শো-এ তরুণী এবং গৃহবধূদের পাগলামো এক নতুন নজির তৈরি করেছে। কারণ, বছর দু’য়েক আগে, এই রিয়্যালিটি শো-এর অডিশনকে ঘিরে দমদমের যশোর রোডের একটি স্টুডিওয় ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল। কয়েক মাসের বাচ্চাকে কোলে করে সকাল ১০টা থেকে অডিশনের লাইনে দাড়িয়ে পড়েছিলেন। এবং সন্ধে ৭টা পর্যন্ত কোনও খাবার না খেয়ে বাচ্চা কোলে করে ঠায় দাঁড়িয়ে ছিলেন। অবশেষে অডিশন ঘিরে ধাক্কা-ধাক্কা এবং ঠেলাঠেলি শুরু হলে হুঁশ ফেরে মা-এর।
সেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’-এ এবার মিলছে সরাসরি অডিশন দেওয়ার সুযোগ। কিন্তু, এই অডিশনের জন্য যে ধরনের শর্ত চ্যানেল কর্তৃপক্ষ রেখেছে তাতে হতাশ অনেকেই।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ‘দিদি নং ১’-এর এই সরাসরি অডিশনে সুযোগ পেতে গেলে বরকে খাটো হতে হবে এবং বউকে লম্বা হতে হবে অথবা মোটা বউ-এর রোগা বর থাকতে হবে। এখানেই শেষ নয় আরও আছে, যেমন- চাকুরে বউ-এর বেকার বর থাকতে হবে অথবা সরকারি চাকুরে বউ-এর বেসরকারি চাকুরে বর থাকা বাধ্যতামূলক। এই শর্তগুলো পূরণ করলে তবেই ‘দিদি নং ১’-এ সরাসরি অডিশনের সুযোগ মিলবে। সুতরাং এই শর্তগুলো পূরণ করতে পারলে বাঙালি অথবা অবাঙালি কন্যারা অংশ নিতেই পারেন এই সরাসরি অডিশনে।
‘দিদি নং ১’ -এর ভক্ত চ্যানেলের ফেসবুক প্রোফাইলে গিয়ে তাদের হতাশাও ব্যক্ত করেছেন অনেকে। তবে, যারা এই সরাসরি অডিশনে সুযোগ নিতে চান তাঁরা একটু তাড়াতাড়ি করবেন। কারণ, ১৩ ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে এই সুযওগ। মানে ভ্যালেন্টাইনস ডে-এর একদিন আগে।
মন্তব্য চালু নেই