লন্ডনেও সুন্দরীদের সঙ্গে বোল্টের রাত্রিযাপন

অলিম্পিকে নয়টি স্বর্ণ জয়ী উসাইন বোল্টের রিও’র একটি হোটেলে তিন নারীর সঙ্গে অভিসারের ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার দুদিন পর আবারও একই কাণ্ড ঘটিয়েছেন এ গতিমানব।

তবে এবার রিওতে নয় লন্ডনে। রিও থেকে সোমবারই লন্ডন ফিরে এ কাণ্ড ঘটান জ্যামাইকান এ তারকা। খবর ডেইলি মেইলের।

লন্ডনের সহো নাইট ক্লাবে এবার বোল্টকে দেখা গেল চার নারীর সঙ্গে। সারারাত হোটেল চিরাক লি সোরে কাটান বোল্ট। রাতভর সেখানে পার্টি করেন এ স্প্রিন্টার। পরে ভোর সাড়ে ৫টার দিকে দুই সুন্দরীর বাহুলগ্না হয়ে হোটেলে ফিরেন তিনি।

ট্র্যাক থেকে অবসর নেয়ার পর জ্যামাইকান মডেল কাশি বেনেটের সঙ্গেই বিয়ে হওয়ার কথা বোল্টের। অন্যদিকে রিও-তে সেই রাতে বোল্ট যার সঙ্গে রাত কাটান তার বিস্তারিত পরিচয় জানা গেছে। সেই জেড ডুয়ার্টি মাদক পাচারকারী ডগলাস ডোনাটোর সাবেক প্রেমিকা। দুটি সন্তানও রয়েছে ডুয়ার্টির।

২০১৪ সালে পুলিশের গুলিতে নিহত হন ডগলাস। ডুয়ার্টি এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।



মন্তব্য চালু নেই