লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত
হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল এতথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব বলেন, লতিফ সিদ্দিকীকে অব্যাহতির সিদ্ধান্ত প্রধানমন্ত্রী লন্ডন থেকে নিয়েছেন। তবে অফিসিয়ালি কোনো কাগজ এখনো তারা পাননি
রোববার নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। তাকে সংবর্ধনা দিতে যুক্তরাষ্ট্রের ‘টাঙ্গাইল জেলা সমিতি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তার সেই বক্তব্যের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবি ওঠে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে আলোচনায় হয়। পরে বিষয়টি যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর গোচরে আনা হয়।
মঙ্গলবার দুপুরে সাভারের এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কারো এমন মন্তব্য করা উচিত নয়।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বর্তমান প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। সেই হিসেবে অবশ্যই তিনি সরকারের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাকে জড়িয়ে এমন বক্তব্য করা ঠিক নয়। প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়েছেন। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত হবে।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী বলেন, ‘হজে যে কত জনশক্তি নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’
তিনি বলেন, ‘গড়ে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
তাবলিগ জামাতের সমালোচনা করে লতিফ সিদ্দিকী বলেন, ‘তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’
সজীব ওয়াজেদ জয়কে নিয়েও বিরূপ মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। অনুষ্ঠানে এক সাংবাদিক ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা নিয়ে মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে লতিফ সিদ্দিকী বলেন, ‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। `জয় ভাই` কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ারও কেউ নন।’
মন্ত্রী বলেন, ‘যারা টক শো’তে যায়, তারা টকম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে গিয়ে তারা বিড়বিড় করে। চু…ভাইদের আর কোনো কাজ নেই।’
অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মন্ত্রী।
মন্তব্য চালু নেই