লতিফ ইস্যুতে বুধবার মাঠে নামবে জামায়াত
কারাগারে বন্দী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।
ড. শফিক বলেন, ‘স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী আব্দুল লতিফ সিদ্দিকী ইসলামের অন্যতম মূল স্তম্ভ পবিত্র হজ্জ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে শুধু বাংলাদেশের মুসলমানদেরই নয়, মুসলিম উম্মাহর ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি আঘাত দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন। তার বিচারের দাবিতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকার লোক দেখানোর জন্য তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বরখাস্ত করেছে। দেশের জনগণ তার বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। তার বিচার না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।’
তিনি বলেন, ‘আব্দুল লতিফ সিদ্দিকীকে দেশের জনগণ কখনো ক্ষমা করবে না। সরকার তাকে প্রশ্রয় দিলে দেশের জনগণ তা কখনো বরদাস্ত করবে না। আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকারের লুকোচুরি খেলার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। তাই আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে জামায়াতে ইসলামী বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
মন্তব্য চালু নেই