লতিফের ফাঁসির দাবীতে এনএলপি’র বিক্ষোভ মিছিল শুক্রবার

স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দীকীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি।

বুধবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দলটি। ইসলাম ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কুটুক্তিসহ হজ্ব ও দাওয়াতে তাবলীগের সমালোচনা করার এবং পরবর্তিতে সংবাদ মাধ্যমে নিজেকে ধর্মত্যাগী ঘোষনা করার অপরাধে ইসলামী ব্লাসফেমি আইনের আওতায় এনে তাকে পাথর মেরে, শিরচ্ছেদ করিয়ে অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দাবীতে ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ৩ টায়  জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে দলটি।

আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীকে জোরালো করতে এনএলপি আয়োজিত বিক্ষোভ মিছিলে দলে দলে যোগদানের আহবান জানিয়ে দলের চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া বলেন, ইসলাম বিদ্বেষী মুরতাদ লতিফ সিদ্দীকী বাংলাদেশসহ বিশ্বের ২০০ কোটি মুসলমানের কলিজায় ছুরি মেরেছে। তাদের ধর্মীয় অনুভুতিতে কুঠারাঘাত করেছে।  এমতাবস্থায় অবিলম্বে এ মুরতাদকে হত্যা করতে হবে। কারণ মুরতাদ ও মুসলমানের ঠাই কখনও একসাথে হতে পারে না। শেখ হাসিনার সরকারকে হয় ১৬ কোটি মানুষকে ভালবাসতে হবে নচেৎ এই মুরতাদকে ভালবাসতে হবে। মুরতাদ ও মুসলমানকে যে একসাথে ভালবাসে সে কখনও মুসলিম হতে পারে না। সে দ্বিমুখীর কারণে মুনাফিক ও মুরতাদ দুই হবে। তাই সরকার যদি নিজেকে মুরতাদ হিসেবে প্রমান না দিতে চায় তাহলে অচিরেই এই মুরতাদকে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।  এমনটি যদি না করে তাহলে বোঝা যাবে, কোটি জনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।



মন্তব্য চালু নেই