লজ্জাজনক হারের পরেও আশাবাদী সৌরভ
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। চলতি ভারত-অস্ট্রেলিয়া নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়াকে ৪-০ উড়িয়ে দেবে ভারত। প্রথম টেস্টে অজিদের কাছে টিম ইন্ডিয়ার ৩৩৩ রানের লজ্জাজনক পরাজয়ের পরেও সৌরভ গাঙ্গুলি এবার আশাবাদী সিরিজ জয় নিয়ে।
শনিবার সিএবি সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক জানালেন, ‘‘এই জায়গা থেকেও বিরাট কোহলির টিম ঘুরে দাঁড়াতে পারে। ’’
ক্রিকেট অনুরাগীদের মনে উঁকি দিতে পারে ১৬ বছর আগের স্মৃতি। সৌরভের নেতৃত্বেই সেবার প্রথম টেস্টে হারের বদলা নিয়ে ইডেন গার্ডেন্স থেকে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিরিজও জিতেছিল।
ইতিহাসের পুনরাবৃত্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ওই সময়ের সঙ্গে আমি এবারের টিমের কোনও তুলনাই করতে চাই না। দু’টো টিম একেবারে আলাদা। তবে আমার মনে হয়, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়াতে পারে ভারত। ’’
প্রথম টেস্টে ভারত এমন লজ্জাজনক পরাজয় প্রসঙ্গে সৌরভের বিশ্লেষণ, ‘‘আমার মনে হয়েছে অস্ট্রেলিয়াকে যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল, ভারত সেটা দেয়নি। তার ফলই পেতে হয়েছে। ’’
সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘‘২০০১ সালের পর আবার দু’জন ভাল স্পিনার অস্ট্রেলিয়া টিমে এসেছে। যারা দায়িত্ব নিয়ে যে কোনও টিমকে খুব সহজেই উড়িয়ে দিতে পারে। ’’
মন্তব্য চালু নেই