লঙ্কার সিরিজ বাঁচানোর লড়াই

লঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই হেরে ধবলধোলাই হতে হয়েছে পাকিস্তানকে।
কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত মিসবাহ-উল-হকের দল উল্টো চাঙা হয়ে উঠেছে ওয়ানডে সিরিজে এসে। আর এজন্যই বোধহয় ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি সবচেয়ে ভালো যায় পাকিস্তানের সঙ্গেই।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩.০০ টায় আগের ম্যাচের ভেন্যু হাম্বানটোটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আজ জয় পেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতবে পাকিস্তান। পক্ষান্তরে সিরিজ বাঁচাতে শ্রীলঙ্কার সামনে জয়ের বিকল্প নেই।
প্রথম ম্যাচে যেভাবে জিতেছে তাতে দ্বিতীয় ওয়ানডেতেও পরিষ্কার ফেভারিট পাকিস্তানই। প্রধানতম স্পিন অস্ত্র সাঈদ আজমলকে দ্বিতীয় ম্যাচেও পাচ্ছেন না মিসবাহ। তার জন্য আরও বড় দুঃসংবাদ ইউনিস খান বাকি দুটি ম্যাচ না খেলে দেশে ফিরে যাচ্ছেন ভাগ্নে মারা যাওয়ার কারণে। তার জায়গায় দেখা যেতে পারে শারজিল খানকে।
তবে মিসবাহকে ভরসা দিচ্ছেন শোয়েব মাকসুদ-ফাওয়াদ আলমের মতো তরুণরা। তাদের সঙ্গে আফ্রিদি-হাফিজ-আকমলরা তো আছেনই। অপরদিকে ভেন্যুর নাম হাম্বানটোটা বলেই শঙ্কায় আছে শ্রীলঙ্কা। এই মাঠে অতীত রেকর্ড সুখকর নয় লঙ্কানদের। এখানে ৯ ম্যাচের পাঁচটিতেই হেরেছে শ্রীলঙ্কা।



মন্তব্য চালু নেই