‘লগান’ ছবির সিক্যুয়েলে নেই আমির খান
ভাগ্য বলে একটা কথা আছে যা মানুষের সময়কে পরিবর্তন করে দিতে পারে। তেমনিভাবে বলিউডের অস্কার মনোনীত ‘লগান’ ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল বলিউড বাদশা শাহরুখ খানের। কিন্তু তিনি রাজি না হওয়ায় পরিচালক আশুতোষ গোয়ারিকর যান মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাছে। আমির রাজি হয়ে সেই ছবিটি নিয়ে পৌঁছে যান সাফল্যের চূড়ায়।
কিন্তু সম্প্রতি বলিউডের আলোচ্য বিষয় ‘লগান’ ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক আশুতোষ। আর এই সিক্যুয়েল নাকি অভিনয় করবেন আমির খান। আর তার বিপরীতে থাকবেন প্রাচী দেশাই।
কিন্তু আমির খানের ঘনিষ্ঠ সূত্র বলছে অন্য কথা। তাদের কাছ থেকে জানা গেছে, ‘লগান’ এর সিক্যুয়েল অভিনয় করবেন না আমির খান।
শোনা যাচ্ছে, এখনও নাকি লগান এর সিক্যুয়েল নিয়ে কোনও প্রজেক্ট এখনও শুরু হয়নি বলিউডে। সত্যি বলতে এই মুহূর্তে ছবির সব ঠিকঠাক না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।
যে ছবির সাফল্যের পিছনে একটা অংশ হিসাবে ছিলেন যিনি, তিনিই যদি না থাকেন তাহলে এর সিক্যুয়েলটা কি আগের মতো সাফল্যের মুখ দেখতে পারবে। কারণ এই ছবি নিয়ে যে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে।
তবে আপাতত ‘দঙ্গল’ নিয়ে ব্যস্ত রয়েছেন আমির। তাই এখন ‘লগান’ নয় ‘দঙ্গল’ নিয়েই বক্স অফিসের দিকে তাকিয়ে রয়েছেন আমির খান।
মন্তব্য চালু নেই