র্যাব সদস্য রুহুল ফের রিমান্ডে
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব সদস্য রুহুল আমিনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম চাঁদনী রূপম এ আদেশ দেন।
প্রথম দফার রিমান্ড শেষে ১১টার দিকে রুহুলকে আদালতে হাজির করা হয়। তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, এ মামলায় রুহুলকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
৭ অক্টোবর পটুয়াখালীর বাউফলে গ্রেপ্তার হন রুহুল। পরে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে প্রথম দফায় তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত ২৭ এপিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন এক মে বাকি একজনের লাশ পাওয়া যায় নদীতে।
মন্তব্য চালু নেই