না.গঞ্জের সাত খুন

র‌্যাবের জিয়াউলকে গ্রেপ্তার দাবি বিএনপির

নারায়ণগঞ্জের আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাব সদর দপ্তরের দ্বিতীয় কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব সবকিছু জেনেও কেন চুপ করে ছিল এ প্রশ্ন এখন জনগণের মনে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় যারা আটক হয়েছে তারা কর্নেল জিয়াউল হাসানের নাম প্রকাশ করেছেন। গণমাধ্যমে এমন খবর এসেছে। বিএনপি বিশ্বাস করে, হাইকোর্টের আদেশ না হলে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হতো না। সরকার ধুম্রজাল সৃষ্টি করে ধামাচাপা দিতো।’

ন্যায়বিচারের স্বার্থে এ ঘটনায় জড়িত থাকার সঙ্গে যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনসহ অন্যান্য নেতাকর্মী।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এরপর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়। মামলা প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেন এখনও পলাতক রয়েছেন।



মন্তব্য চালু নেই