র‌্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব, পিছিয়েছেন তামিম

পাকিস্তানের বিপক্ষে বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। দুই টেস্ট মিলে মাত্র ২টি উইকেট নিয়েছেন। তবে ব্যাট হাতে বেশ ভালোই করেছেন সাকিব।

দুই টেস্টের চার ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। দুটি ফিফটিসহ ১০১.৫০ গড়ে করেছেন ২০৩ রান। সর্বোচ্চ ৮৯ রানের অপরাজিত ইনিংস রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তাই আইসিসির সর্বশেষ টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে তার অবস্থান ৩০তম। তবে বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭তম স্থানে নেমে গেছেন দেশসেরা এই ক্রিকেটার।

এদিকে আইসিসির ব্যাটসম্যানদের ব্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ইমরুল কায়েস উঠে এসেছেন ৬৬তম স্থানে। মুমিনুল হক ধরে রেখেছেন তার আগের ২৩তম অবস্থান।

অপরদিকে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে র‌্যাকিংয়ে এগিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ঢাকা টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। দ্বিতীয় টেস্টে কিছুটা নিস্প্রভ পারফরম্যান্সের মাশুল গুনতে হয়েছে তামিমকে। র‌্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমে গেছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।

এ ছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও র‌্যাংকিংয়ে পিছিয়েছেন। ৫ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪৮তম। দুই ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রয়েছেন ৫৫তম অবস্থানে।

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান :
নাম                    অবস্থান        পয়েন্ট        উন্নতি(+)/অবনতি (-)
মুমিনুল হক               ২৩        ৬৬১        (-)
তামিম ইকবাল          ২৯        ৬৩২        (-৩)
সাকিব আল হাসান     ৩০        ৬২৯        (+৫)
মুশফিকুর রহিম         ৪৮        ৫১৬        (-৫)
মাহমুদউল্লাহ             ৫৫        ৪৭৫        (-২)

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা পাঁচ বোলার :

নাম                    অবস্থান        পয়েন্ট        উন্নতি(+)/অবনতি (-)
সাকিব আল হাসান         ১৭        ৬০৪            (-২)
তাইজুল ইসলাম           ৩৯        ৪০৮            (-৮)
সোহাগ গাজী               ৪৬        ৩৬০            (-১)
জুবাযরে হোসেন           ৬০        ২৯৯            (-৩)
শাহাদাত হোসেন          ৬৪        ২৭৬            (-)

 



মন্তব্য চালু নেই