র্যাংকিংয়ের জন্য খেলে না ভারত!
মাত্র ৬ দিনের ব্যবধানে শীর্ষস্থানে উঠে সেটা আবার হারিয়ে ফেললো ভারত। পোর্ট অব স্পেন টেস্টে বৃষ্টির কারণে ড্র হওয়ার ফলে পাকিস্তানের কাছে শীর্ষস্থানটা হারিয়েছে ভারত। ইতিহাসে প্রথমবারেরমত শীর্ষে উঠে এলো পাকিস্তান। তবে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান হারানোর পর নিজেদের পক্ষেই যেন সাফাই গাইলেন ভারতের সাদা জার্সির অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়ে দিলেন, ভারত র্যাংকিংয়ের জন্য খেলে না। সুতরাং, টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর হারানো নিয়েও চিন্তায় নেই তারা।
পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টটি জিততে পারলে শীর্ষস্থানটা ধরে রাখতে পারতো ভারত। কিন্তু বৃষ্টি তাদের আর শীর্ষে থাকতে দিলো না। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
বিরাট কোহলি র্যাংকিং নিয়ে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান তো সিরিজ জিততে পারেনি। আমরা সিরিজ জিতেছি। দুর্ভাগ্য যে শেষ টেস্টটা ড্র করেছি; কিন্তু দেখা যাচ্ছে র্যাংকিং আবারও ভিন্ন রকম দেখাচ্ছে। পয়েন্ট টেবিলে অবস্থানটা খুবই কাছাকাছি ছিলো এবং আমরা এটা খুব অল্প সময়ে জেনেছি।’
তবে র্যাংকিংয়ের বিষয়টি দুরে ঠেলে দিয়ে তিনি বলেন, ‘র্যাংকিং বাদ দিয়ে যদি আপনি আমাদের খেলার কথা বলেন, তাহলে এটা বলবো যে, আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছি। একটা দল হিসেবে বিচার করলে দিন শেষে আমাদের কাছ থেকে কী পাচ্ছেন সেটাই দেখবেন।’
নিজেরা কম টেস্ট খেলেছেন বলে জানান কোহলি। এ কারণেই র্যাংকিংয়ে পেছনে পড়ে গেছেন তারা। কোহলি বলেন, ‘অন্য দলগুলো আমাদের চেয়ে বেশি টেস্ট খেলেছে। পুরো মৌসুম শেষে প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে তুলনা করতে হলে আমাদের আরও অনেক বেশি ম্যাচ খেলতে হবে। র্যাংকিং তো উপর-নীচে হবেই। আপনি কোনভাবেই র্যাংকিংয়ের জন্য খেলতে পারেন না। আপনার লক্ষ্য থাকবে দিন শেষে বিশ্বের সেরা দল হওয়া এবং আমরাও সে লক্ষ্যে খেলে যাচ্ছি।’
মন্তব্য চালু নেই