রোহিত শর্মার হুংকার

বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে নাস্তানাবুদ হয়ে ‘হতাশায়’ ভেঙে পড়েছেন ভারতীয় খেলোয়াড়রা। তবে সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফিরতে মারিয়া ধোনি বাহিনী। শনিবার ভারতের ওপেনার রোহিত শর্মার মুখে সেটাই অনুমিত হলো।

আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরবে ভারত- এমন আত্মবিশ্বাসের কথা জানিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমাদের পরিকল্পনায় ঠিক থাকতে হবে। প্রথম ম্যাচে কী ভুল হয়েছে সে সম্পর্কে আমরা জানি। ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে ফিরে আসব। আশা করছি, দ্বিতীয় ম্যাচে ভিন্ন ভারত দলকে দেখা যাবে।’

প্রথম ওয়ানডেতে উদ্বোধনী রোহিত ও ধাওয়ান জুটি ৯৫ রানের করলেও ৭৯ রানের বড় ব্যবধানে হারতে হয় টিম ইন্ডিয়াকে।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘যদি ইতিহাস ঘেঁটে দেখেন ভারত সবচেয়ে বেশি ৩০০ বা এর বেশি রান তাড়া করে জিতেছে। ৩০০ রান তাড়া করে জেতার সবচেয়ে বেশি রেকর্ড ভারতেরই।’

প্রথম ম্যাচে হারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই দিন আমরা দ্রুত উইকেট হারাতে থাকি। আর তাতেই আমরা ম্যাচ থেকে ছিটকে যাই।’

প্রথম ম্যাচে হারার পর ভারত খানিকটা চাপে থাকলেও রোহিত শর্মা সে রকম কিছুই মনে করছেন না। এক প্রশ্নের জবাবে ডানহাতি এ ওপেনার বলেন, ‘কোনো চাপে নেই আমরা। আমাদের এখন শুধু মাঠে যেতে হবে। আর বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে হবে। ওদের (বাংলাদেশ) বিপক্ষে নিজেদের বেসিক জিনিসগুলো আক্রমণাত্মকভাবে ব্যবহার করতে হবে।’

প্রসঙ্গত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুবেলের করা কোমরের নিচে বলে ক্যাচে পরণিত হলেও সেটা ‘নো’ বল ডাকে আম্পায়ার। বিতর্কিত সেই ‘নো’ বল সম্পর্কে কোনো কিছুই মনে নেই বলেও জানিয়েছেন রোহিত শর্মা।



মন্তব্য চালু নেই