রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবি বিএনপির
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। বরিশাল জেলার মুলাদি থানার জাতীয় পার্টির নেতাদের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের জন্য আসলে তাদের নৌকা ফিরিয়ে দেয়া হচ্ছে। অথচ বাংলাদেশ ৯০ ভাগ মুসলিমপ্রধান দেশ।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ৯০ ভাগ মুসলিমপ্রধান দেশের সরকার হয়েও আওয়ামী লীগ মিয়ানমার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। ক্ষমতা হারানোর এতোই ভয় যে শুধু বক্তব্য দিয়েই নিজের দায় সেরে ফেলেছেন মনে করেন।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে তাদের বসতবাড়িতে ফিরিয়ে দেয়ারও দাবি জানান রিজভী।
সরকারের মুখে গণতন্ত্রের কথা লোক ঠকানো, এখানে বাস্তবতার কোনো চিহ্ন নেই বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি ন্যায়ের পথে আছে বলেই অন্য দলের নেতারা বিএনপিতে যোগ দেয়। তারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস এবং আস্থা রেখেছে।
মন্তব্য চালু নেই