রোবোট ২’তে চমকে ওঠা লুকে অক্ষয়
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন বলিউডের ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার। অনেক আগেই প্রকাশ পেয়েছে, ‘রোবোট ২’ ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা।
আর সম্প্রতি অক্ষয় কুমার ফ্যান ক্লাবে প্রকাশ করা হয়েছে এই ছবিতে তার ভিলেন লুক। জানা গেছে, ছবিতে অক্ষয়ের চরিত্রটির নাম ড. রিচার্ড।
ছবিটি দেখে না বলে দিয়ে চেনার উপায় নেই যে ইনি পরিচিত অ্যাকশন অভিনেতা অক্ষয় কুমার। সাদা চুল, নকল উঁচু দাঁতের পাটি, লাল চোখে ভিলেন হিসেবে অক্ষয়ের লুক দেখে নিঃসন্দেহে চমকে উঠবেন দর্শকেরা।।
মন্তব্য চালু নেই