রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ।
শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেলজুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেওয়া এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তি দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
বিবৃতিতে দেশের চলমান সংকট নিরসনে বেগম খালেদা জিয়া যে দিক নির্দেশনা দিয়েছেন তা মেনে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই