রোববার ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশে ভাষণ দেবেন তারেক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আটক এবং কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তালা দেয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এদিকে রোববার রাতে ‘গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় সময় শনিবার রাতে (বাংলাদেশ সময় ভোর রাতে) ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে গুলশান ও নয়াপল্টন কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে অবিলম্বে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মুক্তি দাবি করেন তারা।
এদিকে রোববার রাতে ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে ‘গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করবে যুক্তরাজ্য বিএনপি। এতে প্রধান অতিথির বক্তৃতা দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাতে প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় আরো বক্তৃতা দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, আখতার হোসেন, আহমদ আলী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, সহসাধারণ সম্পাদক মাহতাব, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, বিএনপি নেতা আতিকুর রহমান পাপ্পু, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব বিপ্লব পোদ্দার, ব্যারিস্টার আকরাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা আবজাল হোসেন, এসএম লিটন, দেওয়ান বাসিত, দেলোয়ার বিপু, সোহেল আহমেদ, মন্জুর আহমেদ খান, শাহরিয়ার জুনায়েদ, নুরুল আলী রিপন, টিপু আহমেদ, শাহীন আহমেদ, মাওলানা শামীম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা, যুক্তরাষ্ট্র সময় দুপুর সাড়ে ১২টা এবং মধ্যপ্রাচ্য সময় রাত সাড়ে ৯টায়।
মন্তব্য চালু নেই