রোববার খুলছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

বন্ধ ঘোষণা করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী ৫ মার্চ (রোববার) আবার সচল হবে। ত্রিপক্ষীয় জরুরি বৈঠকের পর প্রাথমিকভাবে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বসুন্ধরা গ্রুপের নিরাপত্তাকর্মীরা নর্থ সাউথের এক ছাত্রকে মারধর করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরপর দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সভা হয়।

উভয়ের মধ্যে সমঝোতার পর পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে।

নোটিশে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাঞ্ছিত হওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস, আহত ছাত্রের সব চিকিৎসা খরচ বহন, পরবর্তীতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত না হতে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের এমন অঙ্গীকারের ভিত্তিতে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার দায়িত্ব নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নর্থ সাউথের উপ-পরিচালক গণসংযোগ কর্মকর্তা বিল্লাল আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সভা করা হয়েছে। আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সমঝোতা হয়েছে।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ডেকে তাদের শান্ত হতে নির্দেশ দিয়েছি। তারা আমাদের নির্দেশ আমলে নিয়ে আন্দোলন থেকে সরে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাজাহান মিয়া বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে আগামী শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকে আবারও নিয়মিত একাডেমিক ও ক্লাস কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র শাহরিয়ার হাসনাতসহ আরও কয়েকজন গতকাল রাত ১০টার দিকে এ্যাপোলো হাসপাতালের সামনে একটি মোটরসাইকেল রাখেন। এ সময় বসুন্ধরা এলাকার কয়েকজন নিরাপত্তারক্ষী তাদের বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা শাহরিয়ারসহ অন্যদের ওপর হামলা করেন। খবর পেয়ে নর্থ সাউথের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও চড়াও হন নিরাপত্তারক্ষীরা। আহত শাহরিয়ারকে প্রথমে এ্যাপোলো হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।



মন্তব্য চালু নেই