রোববার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

রোববার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খালেদার আরেক আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আদালতে যাওয়ার দিন সরকারের পক্ষ থেকে যদি পর্যাপ্ত নিরাপত্তার দেয়া হয় তাহলে তিনি (খালেদা) আদালতে হাজিরা দেবেন।’

তিনি এও বলেছিলেন, ‘আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় খালেদার ওপর আবারো হামলা করতে পারে দুর্বৃত্তরা এমন আশঙ্কায় আছি আমরা। যদি সরকার আদালতে যাওয়ার সময় বেগম খালেদা জিয়াকে পর্যাপ্ত নিরাপত্তা দেয় তাহলে তিনি আদালতে যাবেন। আদালতের প্রতি বেগম খালেদা জিয়ার সব সময়ই শ্রদ্ধা আছে।’

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ আগস্ট মামলাটিতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর অসংখ্যবার মামলার শুনানির তারিখ পিছিয়ে ইতিমধ্যে ছয় বছর পার হয়েছে।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।

আদালতে খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে হবে
সানা উল্লাহ মিয়াবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানা উল্লাহ মিয়া বলেছেন, ‘খালেদা জিয়া রোববার আদালতে যাবেন। তবে সরকারকে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।’

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীর বিভাগী কমিশনের কার্যায়ের আব্দুর আউয়াল মিন্টুর শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়া ‘জিয়া ‍অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট’ মামলায় পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে বিশেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তার গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ।



মন্তব্য চালু নেই