রোববারের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত বিকেলে
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের কারণে আগামীকাল রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ব্যাপারে বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুব-বুদ-দ্বীন এ তথ্য জানিয়েছেন।
শনিবার বিকেল ৪টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসভবনে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন।
রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের) ও ইংরেজি প্রথমপত্র, কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং দাখিল কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) বিষয়ের পরীক্ষার রয়েছে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৩৮ হাজার ৩৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৩৫ হাজার ৭৪৮ ও কারিগরিতে ৯৬ হাজার ২১০ জন পরীক্ষার্থী রয়েছে।
মন্তব্য চালু নেই