রোনাল্ডো সেরা কিন্তু মেসি অন্য জাতের

আবারও সেই আলোচনা, সেই একই জবাব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেরা কিন্তু লিওলেন মেসি সত্যিই অন্য জাতের বা ভিনগ্রহের।

এমন জবাবটা এবার যেনতেন ব্যক্তি দেননি, স্বয়ং কাতালান শিবিরে মেসির মেসি হয়ে ওঠার কারিগর পেপ গুয়াদিওলা এমন বলেছেন।

প্রথমবারের মতো আর্সেনালের বিপক্ষে বক্সিং ডে ম্যাচের আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটির কোচ বার্সেলোনায় তার সময়ের স্মৃতিচারণ করেন।

সেখানেই তাকে সদ্য ব্যালন ডি’ অর জয়ী রোনান্ডো এবং মেসির সেরা বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে পেপ বলেন, ‘আমি লুইস এনরিকের সঙ্গে একমত। মেসিই সেরা। কারণ সে নিজে খেলে, গোল করে এবং জানে সতীর্থদের কিভাবে খেলাতে হয়।’

এরপরই তিনি বলেন, ‘অন্য সব বিখ্যাত খেলোয়াড়দের প্রতি সম্মান রেখেই বলছি, রোনাল্ডো অন্যতম সেরা। কিন্তু মেসি অন্য জাতের খেলোয়াড়।’

বক্সিং ডে ম্যাচ নিয়ে গুয়ারডিওলা জানান, আমরা আরও সঠিক এবং কার্যকর খেলা উপহার দেয়ার চেষ্টা করব। আর্সেনালের বিপক্ষে আরও আগ্রাসী হতে হবে, নিয়ন্ত্রণ নিতে হবে।

তবে তিনি এও স্বীকার করেন, প্রত্যেকটি ম্যাচই আলাদা এবং সেখানে আসলে কী ঘটবে আগে থেকে বলা সত্যিই কঠিন।



মন্তব্য চালু নেই