রোনাল্ডোর সঙ্গে গান গাইলেন প্রিয়ঙ্কা! (ভিডিও)

দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া উইথ ফুটবল হার্টথ্রব রোনাল্ডো— একসঙ্গে গলা মেলালেন এই দুই তারকা। সৌজন্যে ইউরো। মঙ্গলবার আইসল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোদের ইউরো অভিযান শুরু। তার আগে রেড-ওয়ানের প্রকাশিত ভিডিও ‘ডোন্ট ইউ নিড সামবডি’তে দেখা গেল তাঁদের। এই ভিডিওতে এককথায় চাঁদের হাট। সেখানে জেনিফার লোপেজ, রাফায়েল নাদাল, অ্যাকোন, রোনাল্ডো, জেমস রডরিগেজ, মেসুত ওজিল সহ দেশ-বিদেশের সেলেবদের সঙ্গে ছিলেন পিগি চপস।
ইতিমধ্যে র‍্যাপার পিটবুলের সঙ্গে ডুয়েট গেয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর এই নতুন পদক্ষেপও তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভক্ত মহলে। প্রিয়ঙ্কার নয়া পদক্ষেপ দেখতে ক্লিক করুন নীচের ভিডিওতে।



মন্তব্য চালু নেই