রিয়াল মাদ্রিদ ৯ : ১ গ্রানাদা

রোনালদোর পাঁচ গোল

রীতিমতো আগুণ ঝড়ানো পারফরমেন্স রোনালদোর। সঙ্গে করিম বেনজামার আগ্রাসী আচরণ। গ্যারেথ বেলও কম যাননি। সব মিলিয়ে রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদার বিরুদ্ধে টর্নেডোই বইয়ে দিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় রিয়াল এদিন জিতেছে ৯-১ গোলের মহোৎসব করে।

এর মধ্যমনি অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনালদো। আট মিনিটের ব্যবধানে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সব মিলিয়ে তার ঝুলিতে পাঁচ গোল। বাকি দুটি করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। একটি হান্ড্রেড মিলিয়নম্যান গ্যারেথ বেলের। বাকি একটি গোল আত্মঘাতি। নিজেদের জালে বল জড়িয়েছেন গ্রানাদার মেইঞ্জ।

দারুণ এই জয়ে বার্সেলোনার কাছাকাছি চলে গেল রিয়াল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কার্লো আনচেলত্তি শিবির। সেখানে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে আজই মাঠে নামবে বার্সা সেল্টা ডি ভিগোর বিরুদ্ধে। জয় পেলে রিয়ালের সঙ্গে আবারো চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে মেসিরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন গ্যারেথ বেল। এরপর আট মিনিটে রোনালদো ঝড়ে লণ্ডভণ্ড গ্রানাদা শিবির। ৩০ মিনিটে করেন নিজের প্রথম গোল। দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। এর মিনিট দুয়েক পরই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ এই তারকা উইঙ্গার। প্রথমার্ধ ৪-০তে শেষ করে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেনজামা-রোনালদোর যৌথ ঝলক। ৫২ মিনিটে নিজের প্রথম গোল করেন বেনজামা। ৫৪ মিনিটে নিজের চতুর্থ গোল করেন রোনালদো। এর এক মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজামা। রিয়াল মাদ্রিদের স্কোর তখন, ৭-০। গোলের ভারে ন্যুব্জ তখন গ্রানাদা শিবির।

তবে এমন বিরুপ পরিস্থতিতেও ৭৪ মিনিটে রিয়ালের জাল কাঁপান গ্রানাদার ইবানেজ কাস্ত্রো। ব্যবধান দাঁড়ায় ৭-১ এ। তবে ৮৩ মিনিটে নিজেদের ভুলের শিকার সফরকারী গ্রানাদা শিবির। ডি বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান মেইঞ্জ।

শেষটা করেছেন আবারো রোনালদো। ৮৯ মিনিটে নিজের পঞ্চম গোল করে দলকে উৎসবে মাতান সিআরসেভেন (৯-১)। চলতি মৌসুমে লা লিগায় সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি।

পাঁচ গোলের সুবাদে মেসিকে টপকে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে এখন রোনালদো। তার গোল ৩৬টি, সেখানে মেসির গোল ৩২টি।



মন্তব্য চালু নেই