রোনালদোর কাছে ঋণী মেসি-নেইমার!
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নাকি ঋণী লিওনেল মেসি ও নেইমার। রোনালদো নিজেই জানিয়েছেন সেকথা। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে হারানোর পর সাংবাদিকদের কাছে এই ঋণের ব্যাখ্যা দেন পর্তুগিজ তারকা। জুরিখে ব্যালন ডি অ’র এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মেসির দোভাষী হিসেবে হিসেবে কাজ করেন রোনালদো। সে কারণেই নাকি পরে অর্থ প্রদান করতে বলেছেন দুই বার্সা তারকাকে।
সারা বিশ্বের ফুটবল ভক্তরা অবশ্য রোনালদো ও মেসিকে নিয়ে বিভক্ত হয়ে গেছেন। শেষ আটটি ফিফা ব্যালন ডি অ’র জয়ী এই দুই তারকার কে সেরা, তা নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। অথচ এই দুই তারকার মধ্যে সম্পর্কটা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। রোনালদোর বক্তব্যই তা প্রমাণ করে। রোনালদো বলেন, ‘আমরা একে অপরের খুব কাছের। আমাদের দুজনের সম্পর্ক সবসময়ই খুব ভালো। তবে বিশেষ করে শেষ কয়েক বছরে আমরা আরো বেশি কাছাকাছি এসেছি।’
সম্পর্ক না হয় ভালো তা বুঝা গেল। কিন্তু মেসি-নেইমার পর্তুগিজ সুপারস্টারের কাছে ঋণী কিভাবে? সেই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন রোনালদো। জুরিখে মেসি-নেইমারের অনুবাদক হিসেবে কাজ করার পরই এই ঋণের দাবি করছেন তিনি।
রোনালদো বলেন, ‘যখন আমরা ব্যালন ডি অ’র অনুষ্ঠানের মঞ্চে ছিলাম, তখন মেসি অথবা নেইমার কেউই ইংরেজি বলেনি। সেখানে আমি ছিলাম তাদের অনুবাদক। অনুষ্ঠান শেষে আমি তাদের বলেছি এই ঘটনা ভুলে যেও না। পরে অনুবাদের জন্য আমাকে পারিশ্রমিক দিয়ে দেবে।’
মন্তব্য চালু নেই