রোনালদোর অটোগ্রাফ তরুণীর বুকে

অন্য সব তারকার চেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তকুল একটু ব্যেতিক্রম। যার কারনে নিয়মিত গণমাধ্যমের সিরনামে চলে আসেন এই রিয়াল তারকা।সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লীগ খেলার জন্য ইতালিতে পৌছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর বিমান থেকে নেমেই এক প্রমীলা ভক্তের সম্মুখীন হন তিনি। প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেন নারী ভক্ত।এক পর্যায়ে বাধ্য হয়েই অটোগ্রাফ দেন রোনালদো। তবে প্রমীলা ভক্ত তার টি-শার্টের বুকের অংশে অটোগ্রাফ নিয়ে সবাইকে চমকে দেন।

রোনালদোর সময়টা এখন দুর্দান্ত কাটছে। শনিবার সেভিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেই আজ জুভেন্টাসের মুখোমুখি হবেন তিনি।



মন্তব্য চালু নেই