রোনালদোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি
কী হলো রিয়াল মাদ্রিদ শিবিরে! আকাশে উড়তে থাকা দলটি মাটিতে আছড়ে পড়ার পর আর উঠতেই পারছে না। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রায় এক ঘণ্টারও বেশি মাঠের বাইরে বসিয়ে রাখে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তাই ইতালিয়ান এই কোচকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, কেন বসিয়ে রাখা হয়েছিল সিআর সেভেনকে!
তবে এর একটা মোক্ষম জবাবও দিয়ে ফেলেছেন রিয়াল কোচ। তিনি বলেছেন, ‘অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদোকে সেরা একাদশের বাইরে রেখে দেওয়ার অন্যতম বড় কারণ হলো, তিনি কিছুটা ক্লান্ত ছিলেন।’
হামেস রদ্রিগেজের পরিবর্তে রোনালদোকে মাঠে নামানো হয় ৬৩ মিনিটের সময়। কিন্তু সিআর সেভেন মাঠে নামার পরও মার্টিন গিমেনেজের গোল হজম করতে হয় রিয়ালকে। অথচ, রোনালদো পারেননি রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিতে।
এ বিষয়ে কার্লো আনচেলত্তি বলেন, ‘রোনালদো বেশ ক্লান্ত ছিলো। আমার আশঙ্কা ছিল, ম্যাচে যদি তাকে এ অবস্থায় খেলতে নামানো হতো, তাহলে তার সমস্যা হতো এবং পরবর্তীতে যা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো।’
মাঠে গ্যারেথ বেলকে দেখা গেছে, খুব বিক্ষিপ্তভাবে খেলতে। গুঞ্জন উঠেছে, তাহলে হান্ড্রেড মিলিয়ন ম্যানের সঙ্গে দলের অন্যদের সঙ্গে বিবাদ তৈরী হয়েছে? আনচেলত্তি এমন বিষয় উড়িয়ে দিয়ে বলেন, ‘আসলে এমন কিছুই না। আমাদের সমস্যা হয়েছিল, আক্রমণে গভীরতা তৈরী করতে পারিনি। লেফট উইং কোনভাবেই কাজ করতে পারেনি। বেলের কোন সমস্যা আসলে নয়, সমস্যাটা হলো পুরো দলের। বেল তো বেশ চেষ্টা করেছে। কিন্তু তার জন্য কাজটা ছিল খুব কঠিন।’
মন্তব্য চালু নেই