রোনালদোকে খোঁচা দিলেন গার্দিওলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অঘটনের জন্ম দিতে যাচ্ছিল বেনফিকাও। তারাও বেশ চেপে ধরেছিল বায়ার্ন মিউনিখকে। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেয়েছে বায়ার্ন।

ম্যাচ শেষে নিজ দলের খেলোয়াড়দের প্রশংসা করার পাশাপাশি রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে খোঁচা দিয়েছেন জার্মান ক্লাবটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

তিনি জানিয়েছেন রোনালদো নাকি সেমিফাইনালে বেনফিকাকে চেয়েছিলেন, ‘আমি জানি ক্রিস্টিয়ানো রোনালদো শেষ চারে বায়ার্ন নয়, বেনফিকাকে পছন্দ করত। আমি দুঃখিত, রোনালদো তাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না।’

নিজেকে আরো একবার সফল কোচ হিসেবে প্রমাণ করতে বায়ার্নের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চান গার্দিওলা, ‘দিনশেষে একজন কোচকে অবশ্যই শিরোপা জিততে হয়। যত সম্ভব ম্যাচ খেলতে হয়। আমি এ পর্যন্ত অনেক শিরোপা জিতেছি। অনেক ম্যাচও জিতেছি। নিজিকে আরো একবার সফল কোচ হিসেবে প্রমাণ করতে জার্মানির এই ক্লাবটির জন্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই।’

আগামী বছর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে স্প্যানিশ এই কোচ বলেন, ‘এটা সবাই জানে যে আগামী বছর আমি ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছি। তবে সেমিফাইনালে তাদেরকে আমরা প্রতিপক্ষ হিসেবে পেতে পারি। তবে বাকি দুটি দলের যেকোনো দলকেও পেতে পারি। তবে আমরা কেবল ফাইনালেই চোখ রাখছি। প্রত্যেক ম্যাচেই আমরা ৯০ মিনিট নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। ফাইনাল পর্যন্ত আমরা তেমন কিছুই করে যাব।’



মন্তব্য চালু নেই